spot_img

‘কিং’ সিনেমায় শাহরুখের অ্যাকশন দৃশ্য ফাঁস!

অবশ্যই পরুন

অনেক দিন ধরেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এখন ছবিটির শুটিং চলছে। এর মধ্যেই সেট থেকে শাহরুখের নতুন একটি লুক ফাঁস হয়েছে।

ছবিটিতে অভিনেতাকে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন; যেই দৃশ্য ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ‘ডন’ সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।

ছবিটির পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক ফাঁস হয়েছে।

এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে এবং ট্যাটুতে দেখা যায়, যা দর্শকদের নজর কেড়েছে।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া ছবিটিতে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মাসহ একঝাঁক তারকা রয়েছেন।

অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী!

গুঞ্জন উঠেছে আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড ও টেলিভিশন জগতের আলোচিত অভিনেত্রী আরশি খান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ