এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ফাইনালের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ। অন্যদিকে রীতিমতো আকাশে উড়ছে ভারতীয় ক্রিকেট দল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভারত অনেকটা এগিয়ে থাকলেও পাকিস্তানকে একেবারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কেননা অতীত ইতিহাস বলে, ফাইনাল ম্যাচেই জ্বলে ওঠে পাকিস্তান দল।
চলতি এশিয়া কাপে এর আগে দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। একবার মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, আর দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল সুপার ফোরে। তবে দুই ম্যাচেই ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তান।
তবে ফাইনালে পাকিস্তানের জ্বলে ওঠার জলজান্ত উদাহরণ ১৯৯২ বিশ্বকাপ ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এবারও কি তারা জ্বলে উঠতে পারবে, নাকি ভারতের কাছে টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হবে তাদের। সে প্রশ্নের উত্তর মিলবে ম্যাচ শেষে।
পাকিস্তান একাদশ:
শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারত একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।