লামিনে ইয়ামালের চোট কাটিয়ে ফেরার সুখবর পেতে না পেতেই জোড়া চোটের ধাক্কা খেল বার্সেলোনা। দল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ও গোলকিপার জোয়ান গার্সিয়া, যা মৌসুমের শুরুতেই কোচ হান্সি ফ্লিকের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।
গত রাতে লা লিগায় রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করেছে যে, তিনি ডান পায়ের উরুর চোটে পড়েছেন। ২৮ বছর বয়সী এই উইঙ্গারকে এই চোটের কারণে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার চোট আরও গুরুতর। আজ (শুক্রবার) অনুশীলনের সময় তার বাঁ হাঁটুর ইন্টারনাল মেনিসকাসে ছিঁড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে তাকে অস্ত্রোপচার করতে হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। গার্সিয়ার চোটে গোলপোস্ট সামলানোর দায়িত্ব এখন ভয়েচেক সেজনির কাঁধে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও দর্শক হয়ে থাকতে হবে গার্সিয়াকে। মৌসুমের শুরুতে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের এই চোট বার্সেলোনার জন্য বড় ধাক্কা।
বিশেষ করে অক্টোবরের শুরুতে চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে আতিথেয়তা দেবে ফ্লিকের দল। লা লিগায়ও রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের।