spot_img

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অবশ্যই পরুন

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলোম্বোতে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের তিন মিনিটে মাথায় পাকিস্তানের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় লাল-সবুজরা। পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেয়ার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু। এরপর অপু ঠিকঠাক পাস দিতে না পারলেও পাকিস্তানি ডিফেন্ডারের পায়ে লেগে বল গোলরক্ষকের কাছে যায়। তবে গোলরক্ষক বল গ্রিপ করতে ব্যর্থ হন। এই সুযোগে সহজেই বল জালে পাঠান ফয়সাল।

এরপরের মিনিটেই ডান প্রান্তে থাকা পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন অপু রহমান। এ সময় তিনি কোনাকুনি জোরালো শট নিলে বল খুঁজে পায় জালের ঠিকানা। এতে ম্যাচের ৪ মিনিটে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার রাতে ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ভারত। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে ছোটনের শিষ্যরা।

সর্বশেষ সংবাদ

রোজাকে বিয়ের পর তাহসানকে আমি শুভেচ্ছা জানিয়েছি : মিথিলা

মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে অতিথি হয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। রুম্মান রশীদ খানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ