spot_img

এমবাপ্পের জোড়া গোলে দাপুটে জয় রিয়ালের

অবশ্যই পরুন

লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ দারুণ ছন্দে মৌসুম শুরু করেছে। লেভান্তের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে তারা টানা ছয় ম্যাচে জয় তুলে নিলো মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল।

ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় কিলিয়ান এমবাপ্পে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে স্বস্তি এনে দেন। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে দারুণ এক শটে গোল করেন ফরাসি তারকা। এরপর আর্দা গুলেরের পাস থেকে সূক্ষ্ম ফিনিশিংয়ে নিজের সপ্তম গোল করেন তিনি।

এর আগে ভিনিসিয়ুস জুনিয়র চমৎকার এক আউটসাইড-ফুট শটে রিয়ালকে এগিয়ে দেন। তারপর আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস। তার দুর্দান্ত শটে গোল করে রিয়ালের চতুর্থ কনিষ্ঠতম লা লিগা গোলদাতা হয়ে যান।

লেভান্তে একটি গোল শোধ করলেও (এট্টা এয়ং হেডে), এমবাপ্পের ঝড়ে তাদের প্রত্যাবর্তনের সব আশা শেষ হয়ে যায়।

এই জয়ে রিয়াল কোচ জাবি আলোনসো ক্লাবের ইতিহাসে দ্বিতীয় ম্যানেজার হিসেবে লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের কীর্তি গড়লেন। সামনে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে তিনি ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গোর রেকর্ড (টানা সাত জয়) ছোঁয়ার সুযোগ পাবেন।

এদিকে বার্সেলোনা অবশ্য বৃহস্পতিবার ওভিয়েদোর মাঠে জয় পেলে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনতে পারবে।

সর্বশেষ সংবাদ

গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে বিস্ফোরণ

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন...

এই বিভাগের অন্যান্য সংবাদ