spot_img

চীন ছাড়া পুতিনের রাশিয়া কিছুই নয়: জেলেনস্কি

অবশ্যই পরুন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়াকে শান্তির দিকে ঠেলে দেবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি আমেরিকার পদক্ষেপ রাশিয়াকে শান্তির পথে বাধ্য করবে। মস্কো আমেরিকাকে ভয় পায় এবং সবসময় তাদের প্রতি মনোযোগ দেয়।’ খবর সিএনএনের।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশে প্রতিনিধি পাঠান। তারা রক্তপাত বন্ধ করতে পারে না, চায়ও না।’

তিনি আরও যোগ করেন, ‘যখন তিনি (পুতিন) বেইজিং বা অন্য কোথাও যান, সেটা শুধু হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার সময় কেনার জন্য। তিনি প্রতিটি বৈঠক, প্রতিটি সুযোগকে যুদ্ধ চালিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।’

চীনের প্রতিও তীব্র সমালোচনা করে জেলেনস্কি বলেন, ‘যদি চীন সত্যিই এই যুদ্ধ বন্ধ করতে চাইত, তবে মস্কোকে দখলদারিত্ব থামাতে বাধ্য করতে পারত। চীন ছাড়া পুতিনের রাশিয়া কিছুই নয়। অথচ চীন প্রায়ই নীরব থাকে।’

সর্বশেষ সংবাদ

গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ফিলিস্তিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ