বিশ্বের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পুরস্কার। প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে অন্তত একবার হলেও এই পুরষ্কারটি ছুঁয়ে দেখবেন। যদিও আইতানা বোনমাতি যেনো থামতে চান না। আর তাই যেন টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার।
ইতিহাসের প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন বোনমাতি। এর মাধ্যমে দুইবার নারী ব্যালন ডি’অর জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে ছাড়িয়ে গেলেন তিনি।
প্যারিসে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানে বোনমাতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ২৭ বছর বয়সী বোনমাতি গত মৌসুমে বার্সেলোনা নারী দলের ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি, নির্বাচিত হন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম-সেরা খেলোয়াড়।
প্রতিযোগিতাটির ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। এদিকে পুরুষ ফুটবলে ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতলেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।
ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পিএসজি ফরোয়ার্ড। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি।
ব্যালন ডি’অর দেওয়ার নিয়মে ২০২২ সালে পরিবর্তন আনা হয়। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে (আগস্ট থেকে জুলাই)। সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্বাচিত হন।