spot_img

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বকে আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

অবশ্যই পরুন

সোমবার নিউইয়র্কে অনুষ্ঠিত দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

তিনি বলেন, ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর এবার সব দেশকেই একই পথে এগিয়ে আসতে হবে।

প্রিন্স ফয়সাল বলেন, ‘আমরা অন্য সব দেশকে একই ধরনের ঐতিহাসিক পদক্ষেপ নিতে আহ্বান জানাই। এতে দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নে বড় ধরনের প্রভাব পড়বে।’

তিনি আরও উল্লেখ করেন, ফ্রান্সসহ বহু দেশের ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার এই ঐতিহাসিক অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই ইচ্ছার প্রতিফলন, যা ফিলিস্তিনি জনগণের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

সৌদি মন্ত্রী জানান, সম্মেলনের ফলাফল বাস্তবায়নে এবং গাজা যুদ্ধের অবসান নিশ্চিত করতে তাদের রাজতন্ত্র নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে।

তিনি পুনর্ব্যক্ত করেন, সৌদি আরব সবসময়ই ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুই রাষ্ট্র সমাধানের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

মিরপুরে যেন টি-টোয়েন্টির সব রোমাঞ্চ জমে ছিল শেষ ওভারের জন্য। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ