spot_img

চীনকে যে বার্তা পাঠালেন কিম

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

চীনের জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম বলেন, ‘সময়ের দাবি অনুযায়ী কোরিয়ার ওয়ার্কার্স পার্টি ও গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সরকারের দৃঢ় অবস্থান হলো চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বিকশিত করা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি, সমাজতান্ত্রিক সংগ্রামকে সফল করতে কোরিয়া ও চীনের কমরেডরা একসঙ্গে আরও জোরদারভাবে কাজ করবে এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটাবে।’

কিম তার সাম্প্রতিক বেইজিং সফরের কথা স্মরণ করে বলেন, চীনের বিজয় দিবস উদযাপনকালে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং প্রেসিডেন্ট শি’র সঙ্গে তাৎপর্যপূর্ণ বৈঠকও করেছেন।

চীনের অগ্রগতি কামনা করে কিম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, প্রেসিডেন্ট শি জিনপিংকে কেন্দ্র করে দেশটি ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন এবং একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সফল হবে।’

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় ট্রাম্পকে নিজের নোবেল শান্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ