spot_img

কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল ১৩ বছর বয়সী কিশোর

অবশ্যই পরুন

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। সরকারি সূত্রে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ওঠে ওই কিশোর।

ঘটনাটি স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটে, যখন কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে।

সরকারি সূত্র জানিয়েছে, কুন্দুজ শহরের ওই ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে।

বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই বিমানে প্রবেশ করেছে। সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদের পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

সূত্র: এনডিটিভি নিউজ।

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

মিরপুরে যেন টি-টোয়েন্টির সব রোমাঞ্চ জমে ছিল শেষ ওভারের জন্য। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ