spot_img

আরিয়ানের সঙ্গে মামলায় ফেঁসে যাচ্ছেন রণবীরও!

অবশ্যই পরুন

প্রথম নির্মাণ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ঠিক তখন মন খারাপ করা খবর। মামলা খেতে বসেছেন কিংপুত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আরিয়ানের দোষে দুষ্টু হতে যাচ্ছেন রণবীর কাপুরও। ‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। রণবীরও ছিলেন। তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট। যা ভালোভাবে নেয়নি ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন।

এরইমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

কমিশনের অভিযোগ, একে রণবীর কাপুরের ই-সিগারেট (ভেপ) টানার দৃশ্য, উপরন্তু সেখানে কোনোরকম বিধিসম্মত সতর্কীকরণের বালাই নেই! এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা যুবপ্রজন্মের অবৈধ কার্যকলাপকে উৎসাহিত করে। কিংবা তাদের বিপথে চালিত করতে পারে।

এখানেই থেমে নেই কমিশন। নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। তাদের দাবি, সিরিজটি থেকে রণবীর কাপুরের ধূমপানের দৃশ্য ছেঁটে ফেলতে হবে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি আরিয়ান-রণবীর।

১৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্যাডস অফ বলিউড’। রণবীর ছাড়াও এতে আছেন এক ঝাঁক তারকা। তাদের মধ্যে শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং অন্যতম।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ