spot_img

রোনালদিনহোর হাত থেকে ব্যালন ডি’অর নিয়ে স্টেজেই মেসি সম্পর্কে যা বললেন দেম্বেলে

অবশ্যই পরুন

প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইতিহাস গড়েছেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে। বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতেছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার।

২৮ বছর বয়সী দেম্বেলে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাব জিতেছে ত্রিমুকুট—প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ, সঙ্গে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। এছাড়া ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ওঠে পিএসজি, যদিও সেখানে হারে চেলসির কাছে।

সোমবার প্যারিসের থিয়েত্র দু শাতলে মঞ্চে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো হাত থেকে ট্রফি নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেম্বেলে। তিনি বলেন, ‘ধন্যবাদ সবাইকে। যা এখন আমার সঙ্গে ঘটছে, তা অবিশ্বাস্য। আমি নির্বাক। পিএসজির সঙ্গে দারুণ এক মৌসুম কেটেছে। অসাধারণ সব অভিজ্ঞতা হয়েছে। আমি একটু নার্ভাসও বোধ করছি; সহজ কিছু নয় এটি। রোনালদিনহোর হাত থেকে ট্রফি পাওয়া সত্যিই বিশেষ কিছু।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালে আমাকে দলে ভেড়ানোর জন্য ধন্যবাদ পিএসজিকে। প্রেসিডেন্ট, পুরো দল এবং ক্লাব—এরা এক অসাধারণ পরিবার। প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন। আমি পিএসজির সব স্টাফকে ধন্যবাদ জানাতে চাই, যারা চমৎকার ছিলেন। লুইস এনরিক আমার জন্য বাবার মতো। তিনি আমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ছিলেন। আমার সতীর্থদেরও ধন্যবাদ—আমরা প্রায় সবকিছু জিতেছি একসঙ্গে। এই ব্যক্তিগত পুরস্কার হলেও আসলে আমাদের সবার।’

এসময় মঞ্চেই তিনি রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী সাবেক সতীর্থ লিওনেল মেসির প্রসঙ্গ তোলেন। ক্যারিয়ারের অন্যান্য ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ধন্যবাদ জানাই আমার আগের ক্লাবগুলোকে—স্টাদ রেন, বরুশিয়া ডর্টমুন্ড এবং যেই ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখতাম, বার্সেলোনাকে। সেখানে আমি অনেক কিছু শিখেছি, মেসি ও ইনিয়েস্তার মতো খেলোয়াড়দের পাশে খেলে। এটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। আজ যারা এই পুরস্কার জিতেছেন, তাদের নামের পাশে নিজের নাম লেখা—অবিশ্বাস্য অনুভূতি।’

দেম্বেলের আগে মাত্র পাঁচজন ফরাসি ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন—রেমোঁ কোপা, মিশেল প্লাতিনি, জঁ-পিয়ের পাপ্যাঁ, জিনেদিন জিদান ও করিম বেনজেমা। এবার সেই তালিকায় নাম তুললেন পিএসজি তারকা।

সর্বশেষ সংবাদ

তরুণ প্রজন্ম নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে তরুণ প্রজন্ম। পূর্ববর্তী প্রজন্ম যেখানে পুরনো ব্যবস্থায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ