spot_img

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ইসরায়েলকে সতর্ক করে বলেছেন বলেছেন, যুক্তরাজ্য প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতি দেয়ার জবাবে ইসরায়েল পশ্চিম তীরের কোনো অংশকে দখল করতে পারবে না।

আজ নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সম্মেলনে তিনি অংশগ্রহণের আগে এ মন্তব্য করেছেন। এ সম্মেলনে ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশও অনুরূপ ঘোষণা দেয়ার কথা রয়েছে।

এর আগে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া আর কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছেন যে এই সিদ্ধান্ত ‘হামাসের সন্ত্রাসবাদ’ এর উপহার হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রও শক্তভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ