spot_img

‘এবারের পূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, প্রতিটি মণ্ডপে রয়েছে সিসিটিভি’

অবশ্যই পরুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার শুরু থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা বলয়ে থাকবে প্রতিটি পূজামণ্ডপ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পূজার আয়োজন খুবই ভালো এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সব ধর্ম যেন একসঙ্গে উৎসব উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, পূজা কমিটির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। সরকারি বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার বাহিনীও নিরাপত্তার দায়িত্বে যুক্ত হবে।

জাহাঙ্গীর আলম আশা প্রকাশ করেন, এবারের পূজা অত্যন্ত উৎসবমুখর হবে এবং এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। তিনি জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে মোট ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অপ্রত্যাশিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ