দখলদার ইসরায়েলের বর্বরতার বিপক্ষে এবং নির্যাচিত ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বজুড়ে গণজোয়ার শুরু হয়েছে। একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। এ ফিলিস্তিনের পক্ষে এ ‘বিশ্ব বসন্ত’। এবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ট্রাম্প ও মোদি প্রশাসনকে একহাত নিলেন ভারতের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ।
তিনি বলেন, ‘আজ ফিলিস্তিনের প্রতি যে অবিচার চলছে, তার দায় শুধু ইসরায়েলের নয়। এর জন্য ট্রাম্প প্রশাসন দায়ী, এর জন্য নরেন্দ্র মোদিও দায়ী।
অপরদিকে, ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরতার জন্য ইসরাইলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের আরেক খ্যাতিমান অভিনেতা ‘কাটাপ্পা’ খ্যাত সত্যরাজ।
রোববার (২১ সেপ্টেম্বর) জিও নিউজ জানিয়েছে, গত ১৯ তারিখ, চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতাকালে উভয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তারা।
অভিনেতা সত্যরাজ বলেন, এই ধরনের প্রতিবাদে অংশ নেয়া শিল্পীদের দায়িত্ব। যদি আমাদের খ্যাতি মানবতা ও স্বাধীনতার জন্য না হয়, তাহলে বিখ্যাত হওয়ার কী লাভ?
প্রসঙ্গত, রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। এর আগে একই দিন স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেষণের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক।