spot_img

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

অবশ্যই পরুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিভিন্ন দেশের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) আগের সব অধিবেশন থেকে ভিন্ন হবে—কারণ বহু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এরপর তিনি নিউইয়র্কে অনুষ্ঠেয় ইউএনজিএ সম্মেলনে যোগ দিতে যাত্রা করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার এবারের সাধারণ পরিষদে অংশগ্রহণ প্রসঙ্গে এরদোয়ান বলেন, আঙ্কারা কোনোভাবেই দামেস্ককে পরিত্যাগ করবে না। প্রতিবেশী দেশকে শক্তিশালী করতে প্রতিদিন সবধরনের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক।

তিনি আরও জানান, নিউইয়র্কের তুরকেভি সেন্টার (তুর্কি হাউস)-এ সাধারণ পরিষদের সময় শারার সঙ্গে বৈঠকের সুযোগ পাবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ