spot_img

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার সংবাদটি গুজব: রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া (গুজব) বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।

ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে, সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, সেটি সাধারণ ভিসা ব্যবসায়ীর একটি ওয়েবসাইট। সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের সংবাদ কোনোভাবেই প্রবাসীদের কাম্য নয়।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘সরকারিভাবে এরকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধিমূলক প্রচারণা।’

সর্বশেষ সংবাদ

‘মেয়ের কিডনি এখন আমার শরীরে’—বাবার অশ্রুসিক্ত স্মৃতিচারণ

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়াম আবু দাক্কার স্মৃতি এখনও তার বাবা রিয়াদ মোহাম্মদ আবু দাক্কার দেহে বেঁচে আছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ