spot_img

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা? যা জানালো আইসিসি

অবশ্যই পরুন

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আবারও লড়াইয়ের মঞ্চ তৈরি হলো। আগামী রোববার, ২১ সেপ্টেম্বর দুই দল সুপার ফোরে মুখোমুখি হবে। তবে প্রশ্ন উঠেছে সুপার ফোরের এই ম্যাচেও কি হ্যান্ডশেক বিতর্ক কি চলবে ? ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা?

গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। রোববার সুপার ফোরে কি দেখা যাবে হ্যান্ডশেক? জানা গেছে, হ্যান্ডশেক নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে আইসিসি।

‘ক্রিকবাজ’ জানিয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি।

সেখানে পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ রোববারও দুদলের ক্রিকেটারদের করমর্দন করতে দেখা যাবে না।

বুধবার জানা গিয়েছিল, পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট। লাহোরে রমিজ রাজা এবং নাজাম শেঠির সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান নাকভি বলেছিলেন, ‘ক্রিকেট এবং রাজনীতি একসঙ্গে চলতে পারে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেই এই সংকট চলছে। পাইক্রফ্টের আচরণ নিয়ে আমাদের সমস্যা ছিল। তবে পাইক্রফ্ট ক্ষমা চাওয়ায় সমস্যার সমাধান হয়েছে।’

পাইক্রফ্টের ক্ষমা চাওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র এবং ‘ক্রিকবাজ’ ওয়েবসাইট জানাচ্ছে, পাইক্রফ্ট ক্ষমা চাননি। তাদের দাবি, যে বৈঠকের কথা বলা হয়েছে, সেখানে ম্যাচ রেফারি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে আইসিসির এক সূত্র বলেছে, ‘ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে এমন একজনের থেকে যার কোনো দোষই নেই।’

সর্বশেষ সংবাদ

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত...

এই বিভাগের অন্যান্য সংবাদ