spot_img

‘আমি মুখ খুললে চাহালই বিপদে পড়বে’

অবশ্যই পরুন

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের পর একাধিকবার আঙুল উঠেছে বলিউডের নৃত্যশিল্পী ধনশ্রীর বর্মার দিকে। চাহালের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ধনশ্রী।

ধনশ্রী জানান, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে এবং মুখ খোলার ক্ষেত্রে চাহালই সমস্যায় পড়বেন। ৬০ কোটি নয়, ভরণপোষণ হিসেবে ধনশ্রীকে কত টাকা দিচ্ছেন চাহাল ‘নিজেই সুগার ড্যাডি হও’, চাহালের আচরণে কোর্টে কান্নায় ভেঙে পড়েন ধনশ্রী।

সম্প্রতি ‘রাইস অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন ধনশ্রী। ‘বিগ বস’-এর আদলে তৈরি এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইচ্ছে করে আমার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। যত ভুলভাল কথা বলা হয়, তার সবটাই মিথ্যা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি। তাই আগে থেকেই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়।’

২০২ সালে বিয়ে করেন ধনশ্রী ও চাহাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুজনের সম্মতিতে তারা বিচ্ছেদ গ্রহণ করেন। বিচ্ছেদের পরও সামাজিক মাধ্যমে দুজনকে একে অপরকে খোঁচা দিতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

অভিনয় ছাড়ার পর রিজিক নিয়ে যা বললেন তামিম মৃধা

জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন...

এই বিভাগের অন্যান্য সংবাদ