spot_img

গোলে ফিরলেন মেসি, জয়ে ফিরলো ইন্টার মায়ামি

অবশ্যই পরুন

দুই ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে লিগে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় মেসির দল।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে দারুণ পাস দিয়ে জর্ডি আলবাকে গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। সেই পাস থেকে আলবা করে দলের প্রথম গোল। ৪১ মিনিটে আবারও সেই আলবার পাস থেকে নিজেই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন মেসি। এটি তার ক্যারিয়ারের ৮৮০তম গোল হিসেবে ইতিহাসে একটি বিশেষ স্থান লাভ করল।

চলতি বছর মেসি এখন পর্যন্ত ৪০ গোলের অবদান রাখলেন এবং টানা ১৯ বছর ধরে অন্তত ৪০ গোল করার রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে আমেরিকান ডিফেন্ডার ইয়ান ফ্রে দলকে আরও এগিয়ে নিয়ে যান। যদিও ৬৯ মিনিটে সিয়াটলের মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচটি জিতে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।

এই জয়ের মধ্য দিয়ে মায়ামি গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হারের প্রতিশোধও নিয়েছে। ওই ফাইনালের পর দুই দলের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল, যেখানে ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ সিয়াটলের এক কর্মকর্তাকে থুতু মারার কারণে কঠোর শাস্তি পেয়েছিলেন। সুয়ারেজ আজকের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি।

এদিকে, গত শনিবার শার্লটের কাছে ৩-০ গোলে হারের পর ইস্টার্ন কনফারেন্সে অষ্টম স্থানে নেমে গিয়েছিল মায়ামি। কিন্তু সিয়াটলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ে ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে।

তাদের শীর্ষস্থানে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের থেকে এখনও ৮ পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তিন ম্যাচ কম খেলেছে। আগামী ২১ সেপ্টেম্বর ভোরে মায়ামির পরবর্তী ম্যাচ শীর্ষ দল ডিসি ইউনাইটেডের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ: এম সাখাওয়াত

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ