spot_img

পিছিয়ে পড়েও এমবাপ্পের ৫০তম গোলে মার্শেইকে হারাল ১০ জনের রিয়াল

অবশ্যই পরুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপে ৫০ তম গোলে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারালো ১০ জনের রিয়াল। এতে আসরটির ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ২০০ জয়ের মাইলফলক স্পর্শ করলো লস ব্লাঙ্কোরা।

নিজেদের একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর উল্টো ২২ মিনিটে গোল হজম করে বসে মাদ্রিদ। ম্যাসন গ্রিনউডের পাস পেনাল্টি এরিয়া থেকে নিখুঁত শটে জালে জড়িয়ে মার্শেইকে এগিয়ে দেন টিম উইয়াহ। অনেক চেষ্টার পর পেনাল্টি উপহার পেয়ে ২৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সে রদ্রিগোকে ফাউল করায় ক্ষতিপূরণ দিতে হয় মার্শেইকে। সফল স্পটকিকে জাল খুঁজে নেন এমবাপ্পে।

তবে, ৭১ মিনিটে মার্শেইর গোলরক্ষক জেরোনিমো রুল্লির সঙ্গে সংঘাতে ঝড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার কার্ভাহাল। অবশ্য ১০ জনের দলে পরিণত হলেও লড়াই থামায়নি রিয়াল। রদ্রিগোর বদলি নামা ভিনিসিউস ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি এনে দেন রিয়ালকে। এবারও এমবাপ্পের সফল স্পটকিকে ম্যাচ জয় নিশ্চিত করেন এমবাপে।

অপরদিকে, এই ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস লিগে অভিষেক হল ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার (১৮ বছর ৩৩ দিন) হিসেবে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলার কীর্তি গড়লেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ছাড়িয়ে গেলেন ব্রাজিলের ফরোয়ার্ড এনদ্রিককে (১৮ বছর ৭৩ দিন)।

উল্লেখ্য, ১৯৯২–৯৩ মৌসুমে ইউরোপিয়ান কাপ থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামকরণ করার পর এই প্রতিযোগিতায় এ নিয়ে ২০০তম জয় পেল রিয়াল, আর ওই সময় থেকে গোল করল ৭০০টি। এই দুটি মাইলফলক ছোঁয়ার ক্ষেত্রে মাদ্রিদের ক্লাবটিই প্রথম।

সর্বশেষ সংবাদ

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ