spot_img

কিংবদন্তি হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

অবশ্যই পরুন

অস্কারজয়ী হলিউডের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ইউটাহ অঙ্গরাজ্যের নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

রেডফোর্ডের জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্গার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

১৯৩৬ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন রেডফোর্ড জুনিয়র। তিনি আমেরিকান একাডেমি অফ ড্রামাটিকসে আর্টসে পড়াশোনা শুরু করেন। পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি একাধিক টিভি শোতে অংশগ্রহণ করেন।

ষাটের দশকে তিনি ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। ১৯৭৩ ‘দ্য স্টিং’ তাকে অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন এনে দেয়।

১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ নির্মাণের জন্য অস্কারের সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। ১৯৮৪ সালে তিনি ‘দ্য ন্যাচারাল ছবিতে অভিনয় করেন। এরপর ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনায় আবারও মনোনয়ন পান তিনি।

১৯৮৫ সালে তিনি ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। বক্স অফিসেও সফলতার পাশাপাশি সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। এরপর তিনি তার শেষ চলচ্চিত্র ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ শেষ করার পর অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন।

রেডফোর্ড নব্বইয়ের দশকে সানড্যান্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এটি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের জন্য পরিচিত। এছাড়াও, এটি স্বাধীন চলচ্চিত্র এবং নির্মাতাদের প্রচারের পাশাপাশি পরিবেশগত আন্দোলনের জন্যও পরিচিত ছিল।

১৯৮৫ সালে রেডফোর্ড ও ভ্যান ওয়াগেনেনের সংসার ভাঙে। এরপর ২০০৯ সালে তিনি শিল্পী সিবিল সজাগার্স রেডফোর্ডকে বিয়ে করেন।

এদিকে, আশির দশকে রেডফোর্ড ‘ইনস্টিটিউট ফর রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে একসঙ্গে নিয়ে পরিবেশের জন্য উপকারী বিষয় খুঁজে বের করা। ১৯৮৯ সালে রেডফোর্ড বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ওপর ‘সানড্যান্স সিম্পোজিয়াম’ আয়োজন করেন। ২০১৫ সালে জাতিসংঘে দেয়া ভাষণ জলবায়ু পরিবর্তনের বিষয়ে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি মার্কিন অলাভজনক সংস্থা রেডফোর্ড সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। পরিবেশগত প্রভাব নিয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে সংস্থাটি কাজ করত। রেডফোর্ড ২০১৬ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। বাড়াক ওবামার কাছ থেকে তিনি এই পুরষ্কার গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ