spot_img

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

অবশ্যই পরুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ভারতের আসামে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’ এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।

রাজধানী ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে, যেমন- সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, দিনাজপুর, রংপুরসহ আরও কিছু জায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ