spot_img

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৫ রোগী

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৮, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, বরিশালে ৪৯ জন, ঢাকা বিভাগে ৪০ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৬৫ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ হাজার ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ সংবাদ

ট্রেনে চেপে আকস্মিক ইউক্রেন সফরে প্রিন্স হ্যারি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আহত ইউক্রেনীয় সেনাদের প্রতি সমর্থন জানাতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আকস্মিক কিয়েভ সফর করেছেন ব্রিটিশ রাজপরিবারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ