এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আজ বাংলাদেশে ৪-১ গোলে বড় জয় তুলে নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে । যদিও প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের মূল পর্বে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল তবে শেষ ম্যাচে ভিয়েতনামে মাঠে নেমে তারা দেখিয়েছে নতুন রূপ।
ম্যাচে বাংলাদেশ পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তাদের দারুণ পারফরম্যান্সে খেলার রং পাল্টে যায়। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে বাংলাদেশ ৪টি গোল করে সিঙ্গাপুরকে উড়িয়ে দেয়।
ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলাম ৭০ মিনিটে দূরপাল্লার শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। এটি তার জাতীয় দলের হয়ে প্রথম গোল ছিল। এর পরপরই আল আমিন লং পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে মুর্শেদ আহমেদ তৃতীয় গোলটি করেন। অধিনায়ক শেখ মোরসালিন বক্সের বাইরে থেকে শট করে গোল দিয়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেলেও ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ চাপে ছিল। একের পর এক আক্রমণ শানিয়ে সিঙ্গাপুর দল বাংলাদেশকে বেশ চাপেই ফেলেছিল। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একাধিক দারুণ সেভ করে দলকে টিকে থাকতে সাহায্য করেন।
দ্বিতীয়ার্ধে ফাহমিদুল ও আল আমিনের সুনিপুণ কৌশল এবং গতির সামনে সিঙ্গাপুরের রক্ষণের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এর পরই বাংলাদেশ ম্যাচে এগিয়ে যায় এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগের দুই আসরে বাংলাদেশ কোন জয় পায়নি এবং গোলও করতে পারেনি। সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। যদিও মূলপর্বের টিকিট না পেলেও এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে।