ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৮টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপাচার্য এই ভোট পড়ার হার উল্লেখ করেন। এদিকে সারা দিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে ভোট কাস্টের হার যথাক্রমে ৮২ শতাংশের বেশি ও ৬৯ শতাংশ হয়েছে।
এস এম হলে মোট ভোটার ছিলেন ৬৬৫ জন। এর মধ্যে ৫৫২ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। ফলে কাস্টিং রেট দাঁড়িয়েছে ৮২ দশমিক ৯৩ শতাংশ।
অন্যদিকে, টিএসসি কেন্দ্রের অধীনে রোকেয়া হলে মোট ভোটার ছিলেন ৫ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। ফলে এখানে ভোট কাস্ট হয়েছে ৬৯ শতাংশ।
এছাড়া শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, অমর একুশে হলে ৬২ শতাংশ, এফ আর হলে ৮৫ শতাংশ, একাত্তর হলে ৮৫ শতাংশ, হাজী মুহাম্মদ মহসীন হলে ৮৩ দশমিক ২৯ শতাংশ ভোট পড়েছে।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।