spot_img

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

অবশ্যই পরুন

জেন-জিদের সংঘর্ষ ও নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর এলাকা কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলীর কারণে দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। টিআইএ(TIA)-র জেনারেল ম্যানেজার হনসা রাজ পান্ডে বলেন, ‘বিমানবন্দর বন্ধ নয়, আমরা তা বন্ধও করব না।’

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, যার ফলে বিমানগুলো উড়তে পারছে না। বুদ্ধ এয়ারসহ অভ্যন্তরীণ সব বিমান সংস্থাগুলো নিরাপত্তাজনিত কারণে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

সর্বশেষ সংবাদ

নেপালে আত্মসমর্পণের পরও ৩ পুলিশ সদস্যকে হত্যা

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর কোঠেশ্বর এলাকায় চলমান আন্দোলনের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা প্রথমে কোঠেশ্বর পুলিশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ