spot_img

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন করে চিকিৎসক-নার্স চম্পট

অবশ্যই পরুন

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ চিকিৎসা বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভুল চিকিৎসার বিষয়টি প্রকাশ্যে আসতেই পালিয়ে যান হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা। পরে সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম ভুক্তভোগী রোগীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে প্রেরণ করে। একইসঙ্গে অন্য রোগীদের সরকারি হাসপাতালে স্থানান্তর করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সদরপুর উপজেলার আসলাম শেখের স্ত্রী হ্যাপি বেগম সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে পাইলসের অপারেশনের জন্য শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। বিকেলে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হলে চিকিৎসক নজরুল ইসলাম ভুল করে গলব্লাডারের (পিত্তথলি) অপারেশন করেন। বিষয়টি ফাঁস হতেই চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ সটকে পড়েন।

হঠাৎ এই পরিস্থিতিতে রোগীর স্বজনেরা দিশেহারা হয়ে পড়েন এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। সন্ধ্যার পর ছাত্র সমাজ ও স্থানীয় সংবাদকর্মীদের উদ্যোগে বিষয়টি সিভিল সার্জনের নজরে আসে। পরে রাত ৯টার দিকে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, কমিশন এজেন্ট ও দালাল চক্রের প্রলোভনে পড়ে তারা রোগীকে ওই হাসপাতালে ভর্তি করেছিলেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স ও চিকিৎসকের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে ওই হাসপাতালটিতে ভর্তি অন্য রোগীদের সরকারি হাসপাতালে স্থানান্তর করে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে। রোগীর ব্লাড পেশার স্বাভাবিক রয়েছে, আপাতত বিপদ মুক্ত বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ