রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান ২০২১ সালে ‘লস ব্লাঙ্কোস’ ছেড়ে দেওয়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন। তবে তুরস্কের গণমাধ্যমের দাবি, ইউরোপের এক শীর্ষ ক্লাব ফেনারবাহচের সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন এই ফরাসি কিংবদন্তি।
৫৩ বছর বয়সী জিদান রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় ১১টি শিরোপা জিতেছেন। এসব শিরোপার মধ্যে রয়েছে টানা তিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি সুপারকোপা দে এসপানিয়া শিরোপা।
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার পর থেকেই ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম মারকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘যখন সময় আসবে, এটা হবে দারুণ আনন্দের। আমি কিছুদিনের জন্য ক্যারিয়ার থামিয়ে রেখেছি।’
তবে সেই প্রত্যাশার বিপরীতে এখন জানা যাচ্ছে, তিনি ইউরোপের বাইরে ফেনারবাহচের সঙ্গে কোচ হওয়ার জন্য আলোচনা করেছেন এবং একটি প্রাথমিক চুক্তিতেও পৌঁছেছেন বলে দাবি করেছে তুরস্কের সংবাদমাধ্যম সাবাহ ও অক্সিজেন।
তারা আরও জানায়, বেতন ও চুক্তির অন্যান্য শর্ত চূড়ান্ত হওয়ার পর তুরস্কে যাওয়ার কথা রয়েছে জিদানের।
তবে এখন পর্যন্ত বিষয়টি শুধুমাত্র তুরস্কের সংবাদমাধ্যমগুলোতেই এসেছে এবং জিদানের যোগদান এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ফেনারবাহচে সদ্য বরখাস্ত করেছে হোসে মরিনহোকে। তিনি এক বছরের মাথায় কোনো ট্রফি না জিতেই ক্লাব ছাড়েন। ক্লাবের প্রেসিডেন্ট আলি কোচ বলেন, ‘আমরা ভালো ফুটবল খেলার জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
সূত্র: স্পোর্টস বাইবেল