spot_img

আজ একটি শক্তিশালী ঘূর্ণিঝড় গাজা শহরে আঘাত হানবে: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও কড়া হুঁশিয়ারি ব্যক্ত করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এক্স-এ এক পোস্টে কাৎজ বলেন, ‘আজ, গাজা শহরের আকাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং সন্ত্রাসের টাওয়ারের ছাদ কেঁপে উঠবে।’

গাজায় এবং বিদেশে বিলাসবহুল হোটেলগুলোতে থাকা হামাসের জন্য এটি শেষ সতর্কবার্তা বলেও জানান তিনি। বলেন, ‘জিম্মিদের মুক্তি দাও এবং তোমাদের অস্ত্র নামিয়ে দাও, না হলে গাজা ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে।’

এই বার্তাটি এমন সময়ে এসেছে যখন ইসরায়েল উত্তরাঞ্চলীয় উপত্যকায় অবস্থিত গাজা শহর দখলের জন্য একটি বড় আক্রমণের মঞ্চ তৈরি করছে। সোমবার দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ এলাকাটি ছেড়ে গেছে।

টাইমস অব ইসরায়েল বলছে, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয়ার পর প্রতিদিন একটি করে বহুতল ভবনে হামলা চালাচ্ছে। আইডিএফের দাবি, ভবনগুলো ব্যবহার করছে হামাস।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি খুব শীঘ্রই সকল জিম্মিকে ফিরিয়ে আনবেন। এরই প্রেক্ষিতে হামাস বলেছে, তারা তাৎক্ষণিকভাবে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।

সর্বশেষ সংবাদ

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ