মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভেনিজুয়েলার সামরিক বিমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের কাছে এলে সেটি ভূপাতিত করা হবে।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ওরা সমস্যায় পড়বে। আমরা তাদের জানিয়ে দেব… যদি বিপজ্জনক অবস্থানে উড়ে আসে।’
এই মন্তব্যের একদিন আগে ভেনিজুয়েলার দুটি এফ-১৬ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর ঘটনাটিকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে ভেনিজুয়েলাকে সতর্ক করেছে, যাতে তারা যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী অভিযানে হস্তক্ষেপ না করে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মাদক পাচার ঠেকাতে কঠোর অবস্থান নেবে। ‘আমরা চাই না ভেনিজুয়েলা বা অন্য কোনো দেশ থেকে মাদক আমাদের দেশে আসুক। সে কারণেই আমরা কড়া অবস্থানে আছি।’
ভেনিজুয়েলায় শাসন পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, ‘আমরা এখন সে বিষয়ে কথা বলছি না। তবে বলতে হবে, ভেনিজুয়েলায় যে নির্বাচন হয়েছে, সেটি খুব অদ্ভুত ছিল। আমি ভদ্রভাবে বলছি।’
তিনি দাবি করেন, ভেনিজুয়েলার কারাগার খুলে দেওয়া হয়েছে এবং কুখ্যাত ট্রেন দে আরাগুয়া অপরাধচক্রের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
এর আগে, ট্রাম্প এক নির্বাহী আদেশে লাতিন আমেরিকার মাদক কার্টেলের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনার অংশ হিসেবে গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলা উপকূলের কাছে সাতটি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন পাঠায়।