spot_img

ইউএস ওপেন: ওসাকাকে হারিয়ে ফাইনালে অ্যানিসিমোভা

অবশ্যই পরুন

ইউএস ওপেনের নারী এককে নেয়োমি ওসাকাকে হারিয়ে ফাইনালে উঠলেন মার্কিন টেনিস তারকা আমান্ডা অ্যানিসিমোভা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসরের সেমিফাইনালে মুখোমুখি হন এই দুই তারকা। ম্যাচের প্রথম দুই সেটে দারুণ লড়াই করলেও তৃতীয় সেটে ছন্দ হারান ওসাকা।

এদিকে সুযোগ কাজে লাগিয়ে খেলার পরবর্তী অংশে আধিপত্য দেখান আমান্ডা। ম্যাচটি শেষ হয় ৭-৬ (৭-৪), ৬-৭ (৩-৭), ৩-৬ গেমে।

রোববার ইউএস ওপেনের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন এই মার্কিন তারকা।

সর্বশেষ সংবাদ

কোরআনের আলোকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব নিরসনের উপায়

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব মহান আল্লাহর কাছে অতি জঘন্য আর শয়তানের অতি পছন্দের বিষয়। স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা ভালোবাসা, সম্প্রীতি ও সমঝোতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ