spot_img

বিসিবি সভাপতি বুলবুলের জন‍্য গানম‍্যান চাইলো বিসিবি

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে বুলবুলের নিরাপত্তা চেয়ে চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন ঘিরে সভাপতির নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে তিনি ঢাকাসহ দেশের নানা জায়গায় নিয়মিত যাতায়াত করেন।

এতে আরও বলা হয়, বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিত করা আবশ্যক। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিসিবি সভাপতিকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিয়োজিত করা প্রয়োজন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকে অবাক করে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

টেসলা নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে। এটি শেয়ারহোল্ডারেরা অনুমোদন করলে কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ