মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের গার্ডিয়ান কাউন্সিলের সেক্রেটারি আয়াতুল্লাহ আহমদ জান্নাতি বলেছেন, ইয়েমেনি নেতাদের ইসরায়েলি হত্যাযজ্ঞ ওই দেশের জনগণের প্রতিরোধের শক্তি ও সংকল্পকে দুর্বল করতে পারবে না।
ইরানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং জাতীয় ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, ইয়েমেনের বিপ্লবী জনগণের সংগ্রামী ভূমিকা মানব ইতিহাসের গর্বের এক অধ্যায়।
আয়াতুল্লাহ জান্নাতি বলেছেন, যে সাহসী নেতারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে ইয়েমেনি জনগণের সংকল্প আরও দৃঢ় হয়েছে। এই হত্যাকাণ্ড তাদের প্রতিরোধে কোনো প্রভাব ফেলবে না।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বে ইসলামি উম্মাহর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা একটি অপরিহার্য বাস্তবতা।
ফিলিস্তিন প্রসঙ্গে আয়াতুল্লাহ জান্নাতি বলেন, যদি ইসলামি বিশ্বে ঐক্য থাকত, তাহলে ইসরায়েলের দখলদার সরকার গাজায় নিরীহ ও নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর এমন বর্বরতা চালাতে পারত না।
তিনি আরও বলেন, ইসলামবিদ্বেষী শক্তিগুলো মুসলিম বিশ্বের মধ্যে বিভাজন সৃষ্টি করার পেছনে সক্রিয়। তারা ইসলামি দেশগুলোর মধ্যে বিচ্ছিন্নতা ও সংঘাত বাড়ানোর চেষ্টায় লিপ্ত।
আয়াতুল্লাহ জান্নাতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে কেউ ইসরায়েলের এই অপরাধের বিরুদ্ধে মুখ বন্ধ রাখে, সে এই অপরাধে অংশীদার এবং যুদ্ধ ও অমানবিকতার বিস্তারে সহায়তা করছে।
উল্লেখ্য, এ সময় তিনি ইসলামি বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জুলুমের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি