spot_img

২য় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছরপূর্তি উপলক্ষ্যে জমকালো কুচকাওয়াজ আয়োজিত চীনে

অবশ্যই পরুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছরপূর্তি উপলক্ষ্যে জমকালো কুচকাওয়াজ আয়োজিত হলো চীনে। এতে প্রেসিডেন্ট শি জিনপিংসহ যোগ দেন ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিং সময় সকাল ৯টায় তিয়েনআনমেন স্কয়ারে শুরু হয় প্যারেডটি। কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে বিশেষ বক্তব্য রাখেন তিনি। এক ঘণ্টা ১০ মিনিট ধরে চলে প্যারেড। চোখ জুড়ানো এই ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য।

এ সময়, নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেমসহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয় এতে। সেইসাথে, উন্মোচন করা হয় লেজার প্রযুক্তিসম্পন্ন নতুন যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলসহ আন্ডারওয়াটার ড্রোন।

সর্বশেষ সংবাদ

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু

একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ