আওয়ামী লীগের কেউ আক্রমণ করলে তা প্রতিহত করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোথাও কোনো গোলযোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আয়োজনে অংশ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ভারত থেকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। কোনো আঘাত এলে হাত ভেঙে দিতে নেতা-কর্মীদের নির্দেশ মির্জা ফখরুলের।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না। কোন গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোন বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।
মির্জা ফখরুল বলেন, দুই হাজার শিশু, শ্রমিক, মহিলা, কৃষকের রক্তের বিনিময়ে চব্বিশে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তারও আগে একাত্তরে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। এ দেশটা কারও দানে পাওয়া নয়। এটা আমাদের রক্তের ওপর দিয়ে পাওয়া দেশ।