spot_img

দক্ষিণী ছবিতে নতুন ভরসা রুক্মিণী বসন্ত

অবশ্যই পরুন

দক্ষিণ ভারতীয় সিনেমার নতুন ভরসা হয়ে উঠছেন অভিনেত্রী রুক্মিণী বসন্ত। সপ্ত সাগরা দাচ্চি এল্লো ছবিতে আবেগঘন অভিনয়ে তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় তিনি এখন অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা।

সম্প্রতি মাধারাসি ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে প্রযোজক ও পরিবেশক এনভি প্রসাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রুরুক্মিণী বসন্তর বিশাল আসন্ন কাজের তালিকা। সেখানে উঠে এসেছে বহুল প্রতীক্ষিত কান্তারা ২, এনটিআর নীল জুটি পরিচালিত নতুন ছবি এবং টক্সিক-এর মতো বড় প্রকল্পের নাম। ফলে এক লাফেই তিনি জায়গা করে নিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির শীর্ষ সারির নায়িকাদের তালিকায়।

তবে পথচলা সব সময় সহজ ছিল না। নিকিল সিদ্ধার্থের সঙ্গে তার তেলেগু অভিষেক আপ্পুডো ইপ্পুডো এপ্পুডো বক্স অফিসে সফল হয়নি। কিন্তু আসন্ন এনটিআর নীল প্রজেক্ট তার টলিউডে প্রকৃত পরিচয় গড়ে দিতে পারে বলে আশা করছেন অনেকে। অন্যদিকে, মাধারাসি হিট হলে তামিল ইন্ডাস্ট্রিতেও নতুন সুযোগ মিলতে পারে তার জন্য।

কন্নড় ইন্ডাস্ট্রির শিকড় থেকে শুরু করে এখন তিনি এগোচ্ছেন প্যান ইন্ডিয়ান তারকাখ্যাতির দিকে। রুক্মিণী বসন্তর আসন্ন কাজের তালিকাই বলে দিচ্ছে তারকা হওয়ার দৌড়ে তিনি এখন অনেক এগিয়ে।

সর্বশেষ সংবাদ

১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম কমল ৩ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ