spot_img

৩ গোল বাতিলের পরও মায়োর্কাকে হারিয়ে টানা তৃতীয় জয় রিয়ালের

অবশ্যই পরুন

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর দল। মাত্র দুই মিনিটে আর্দা গুলার ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোসরা।

ম্যাচে রিয়ালের আরও তিনটি গোল বাতিল হয়। এর মধ্যে দুটি কিলিয়ান এমবাপ্পের ও একটি গুলারের। তবে এই প্রতিবন্ধকতার পরও জয় তুলে নিতে সক্ষম হয় তারা।

মায়োর্কা ১৮ মিনিটেই এগিয়ে যায়। কর্নার থেকে ভেদাত মুরিকি কাঁধ দিয়ে বল জালে পাঠিয়ে চমকে দেন স্বাগতিকদের। চলতি লা লিগা মৌসুমে এটিই ছিল রিয়ালের বিপক্ষে প্রথম হজম করা গোল।

জবাব দিতে বেশি সময় নেয়নি রিয়াল। ৩৭তম মিনিটে ডিন হুইজসেনের হেড থেকে বল পেয়ে হেডেই সমতা ফেরান আর্দা গুলার। এরপর পরের মিনিটেই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শুরুতে এমবাপে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। পরে আরও একবার বল জালে পাঠালেও একই কারণে গোল স্বীকৃতি পাননি তিনি।

১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রাঙ্কো বার্নাব্যুতে তার প্রথম শুরুর একাদশে খেলতে নেমেই নজর কাড়েন। তার দারুণ এক প্রচেষ্টা থেকে গুলার গোল করলেও হ্যান্ডবলের জন্য সেটিও বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে মায়োর্কা সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। তবে আলভারো ক্যারারাস অসাধারণ এক গোললাইন ক্লিয়ারেন্স করে রক্ষা করেন দলকে।

আলোনসোর অধীনে ধীরে ধীরে নিজেদের ঝালিয়ে নিচ্ছে রিয়াল। ক্লাব বিশ্বকাপে খেলার কারণে পূর্ণ প্রাক-মৌসুম প্রস্তুতি না থাকলেও এখন পর্যন্ত লিগে সব ম্যাচেই জয় পেয়ে ছন্দে আছে দলটি।

আগামীকাল টানা তিন জয়ের লক্ষ্যে বার্সেলোনা মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর। একইভাবে ভিয়ারিয়াল ও আতলেটিক বিলবাও সমান সুযোগ পাবে, যদি তারা যথাক্রমে সেল্টা ভিগো ও রিয়াল বেতিসকে হারাতে পারে।

সর্বশেষ সংবাদ

অমিতাভ বচ্চনকে ৬ কোটি টাকার গাড়ি উপহার দিয়ে চড় খান পরিচালক

বলিউডে অনেক সময় দেখা যায়, পরিচালকরা অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দামী উপহার দেন। এরকমই এক ঘটনা ঘটেছিল ২০০৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ