আলু— মূলত আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। কিন্তু এই আলু খাওয়া ছাড়াও নানাভাবে কাজে লাগে। সাধারণত আলুর খোসা ছাড়িয়ে ফেলে দেওয়া হয়। কিন্তু এই উপাদানটি মোটেও ফেলনা নয়। ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন। অনেকে বলে আলু খোসা ব্যবহারে নাকি ত্বক ফর্সা হয়। আসলেই কি তাই?
বিশেষজ্ঞরা বলছেন, আলুর খোসা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও দাগ টান দূর করতে সাহায্য করতে পারে। এতে রয়েছে অ্যাজেলেইক অ্যাসিড এবং ক্যাটেকলেজ, যা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে।
বিশেষজ্ঞদের মতে, অ্যাজেলেইক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক, আর ক্যাটেকলেজ ত্বকের ট্যান ও দাগ দূর করে ত্বককে আরও মসৃণ ও সতেজ করে তোলে। এ ছাড়াও আলুর খোসায় রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিন সি।
ভিটামিন সি ত্বকের গভীরে গিয়ে কোষে পুষ্টি সরবরাহ করে, যা স্কিন ইলাস্টিসিটি বা ত্বকের লচকদারতা বাড়াতে সাহায্য করে। এই গুণগুলোর কারণে ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে আলুর খোসা ব্যবহারকে কার্যকর বলে মনে করছেন অনেকেই।
তাই সরাসরি ফর্সা না করলেও ত্বককে আগের চেয়ে দ্বিগুণ সতেজ ও উজ্জ্বল করতে সক্ষম আলুর খোসা।