সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। ভুটানকে প্রথম দেখায় হারালেও দ্বিতীয় সাক্ষাতে পারেনি জয় ছিনিয়ে নিতে। শুক্রবার (২৯ আগস্ট) চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সুরভী আকন্দ প্রীতিরা।
এই ড্রয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। তাদের শিরোপার আশা এখন অনেকটাই ভারতের ওপর নির্ভর করছে।
এদিন একই ভেন্যুতে পঞ্চম ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত মুখোমুখি হবে নেপালের। যদি ভারত এ ম্যাচ জিতে, তাহলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। সেক্ষেত্রে বাংলাদেশের ৩১ আগস্ট ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না।
বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতকে আজ নেপালের কাছে হারতে হবে। তবেই শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলে শিরোপা জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। ড্র করলেও ভারতের পক্ষে যাবে ফল। কারণ গোল ব্যবধানে তারা অনেক এগিয়ে (ভারত ২২, বাংলাদেশ ৬)।
এদিন ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ম্যাচের ৬ মিনিটেই পূর্ণিমা মারমার জোরালো শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে স্বাগতিক ভুটান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় সমতায় শেষ হয় ম্যাচ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন। গত বছর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখার লড়াইটা নির্ভর করছে ভারতের পারফরম্যান্সের ওপর।