সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তায়ালা। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তায়ালার সঙ্গে কারো অংশীদারিত্ব নেই। তিনিই নিরঙ্কুশ সবকিছুর স্রষ্টা। তবে তিনি সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন? এই নিয়ে কয়েকটি মতামত পাওয়া যায়। কোন বর্ণনায় পানির কথা এসেছে। কোনোটিতে কলমের কথা, আর কোনোটিতে আরশের কথা।
এ বিষয়ে আলেমদের মাঝে বিভিন্ন মতামত থাকলেও, কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করা জরুরি।
আল্লাহ তাআলা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন, এ বিষয়ে আলেমদের মাঝে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন, কলম প্রথম সৃষ্টি। প্রখ্যাত মুফাসসির ইবনে জারীর তাবারী, ইবনুল জাওযী ও ইবনুল আরাবি (রহ.) এ মতের সমর্থক।
অন্য একদল আলেমের মতে, আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। আল্লামা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম (রহ.) আরও অনেক আলেম এ মত পোষণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। এ মতটি আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রা.) ও অন্যান্য সালাফ থেকে বর্ণিত হয়েছে। আল্লামা বদরুদ্দীন আলআইনী (রহ.) এ মতকে প্রধান্য দিয়েছেন।