spot_img

‘বুয়েট শিক্ষার্থীদের অবরোধের প্রয়োজন নেই, যথাযথ প্রক্রিয়া অবলম্বনে সমাধান সম্ভব’

অবশ্যই পরুন

বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন এটা ঠিক নয়। এটা বিচক্ষণতার কাজ নয়। তাদের দাবির বিষয় এখনও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে এ বিষয় সহজেই সমাধান সম্ভব।

শুধু জনপ্রশাসন মন্ত্রনালয় নয়, বুয়েটের এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রনালয় এবং পিএসসি জড়িত রয়েছে। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান মোখলেস উর রহমান।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত সৌদি মন্ত্রিসভার

সৌদি আরবের মন্ত্রিসভা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ