spot_img

বিমানের নতুন চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অবশ্যই পরুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ বশিরউদ্দীন বর্তমানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তিনি এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

এরপর চলতি বছরের ১৫ এপ্রিল তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তার এই নতুন নিয়োগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ