spot_img

রাশিয়া থেকে তেল কেনার নতুন যুক্তি দিলো ভারত

অবশ্যই পরুন

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিজয় কুমার বলেছেন, সেরা চুক্তির মাধ্যমে যেখানে সুযোগ হবে সেখান থেকেই তেল কিনবে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় সব সময় কাজ করে যাবে নয়াদিল্লি। খবর এনডিটিভি

রুশ পরিচালিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বিজয় কুমার। গতকাল রোববার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। তিনি বলেন, ১৪০ কোটি মানুষের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

রাশিয়া থেকে ব্যাপক ছাড়ে ক্রুড তেল কিনছে ভারত, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার পর ভারত তা শক্তভাবে প্রত্যাখ্যান করেছে।

বাণিজ্যিক ভিত্তিতে এবং বাণিজ্যের ওপর জোড় দিয়েই ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে জানান কুমার। তিনি বলেন, সেরা চুক্তির মাধ্যমে যেখানে সুযোগ হবে সেখান থেকেই ভারতীয় কোম্পানিগুলো তেল কিনবে। এটাই বাস্তবতা। তিনি স্পষ্ট করে বলেন, ভারত তার ১৪০ কোটি জনগণের জ্বালানি তেলের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গেও আমাদের সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। যাতে বৈশ্বিক তেলের বাজার স্থিতি অবস্থায় থাকে।

তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার মধ্যে রাশিয়া থেকে তেল ক্রয়ের কারণে শাস্তি স্বরূপ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থ সহযোগিতা করছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে অন্যায্য, অপ্রত্যাশিত এবং অবিবেচক বলে মন্তব্য করে কুমার বলেন, ভারত জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

সর্বশেষ সংবাদ

অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।...

এই বিভাগের অন্যান্য সংবাদ