টানা ১৩ মৌসুম কাটানোর পর গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন লুকা মদ্রিচ। ২৪ আগস্ট (রোববার) প্রথমবারের মতো সিরি ‘আ’-তে অভিষেক করেছেন এই ক্রোয়াট মায়েস্ত্রো।
মদ্রিচ মাঠে থাকলেও ক্রেমোনেসের বিপক্ষে এসি মিলান ২-১ গোলে হারে। যদিও দলকে জয় এনে দিতে পারেননি তবে অভিষেকেই এক অনন্য রেকর্ড গড়েছেন মদ্রিচ। ৩৯ বছর ১১ মাস বয়সে তিনি সিরি ‘আ’তে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হওয়া ফুটবলার হিসেবে নতুন রেকর্ড স্থাপন করেছেন ক্রোয়াট মিডফিল্ডার।
এর আগে সিরি ‘আ’-তে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল এম্পোলির গোলকিপার মাওরিসিউ পুগলিয়েসির। ২০১৬ সালে পুগলিয়েসি মাঠে নামেন ৩৯ বছর ৫ মাস বয়সে। দীর্ঘ ৭ বছর ধরে এই রেকর্ডটি ছিল তার, কিন্তু গতকাল রাতেই এই রেকর্ডটি ভেঙে দিয়েছেন মদ্রিচ।
আরও পড়ুন : এমবাপ্পে–ভিনিসিয়াসের গোলে রিয়ালের টানা দ্বিতীয় জয়
আরও পড়ুন : প্রয়াত লিভারপুল তারকার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকার প্রতারণা
নিজের অভিষেকে ৭৪ মিনিট মাঠে থাকার পর ফুটমব (ফুটবলভিত্তিক পোর্টাল) এর রেটিং অনুযায়ী ম্যাচে মিলানের তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত হন মদ্রিচ। ম্যাচে তার রেটিং ছিল ৭.৬, যেখানে স্ত্রাহিনা পাভলোভিচ ও অ্যালেক্সিস সালেমাকার্স দুজনই পেয়েছেন ৭.৮ রেটিং।
তবে, প্রথম ম্যাচে পরাজয়ের পর মিলান কোচ মাসিসলিয়ানো আলেগ্রি দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন,‘আমরা ৮টি শট নিয়েছি, কিন্তু আমরা জয়লাভের জন্য যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। আমাদের আক্রমণ ও রক্ষণ শক্তি সেই মানের ছিল না। এমন দুটি গোল হজম করেছি, যেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে খেললে সহজেই প্রতিরোধ করা যেত।’
দ্রুত নিজেদের পারফরম্যান্সের উন্নতির তাগিদ দিয়ে আলেগ্রি আরও বলেন,‘এটা প্রথম ম্যাচ, এখন আমাদের ছোট ছোট বিষয়ে কাজ করার সময় আছে। কিন্তু সবাইকে ভালোভাবে প্রস্তুত হতে হবে কারণ আমরা এই ধরনের সহজ গোল বারবার হজম করতে পারি না।’