spot_img

প্রায় ১৮ বছর পর একসঙ্গে ফিরছেন সাইফ ও অক্ষয়

অবশ্যই পরুন

বলিউড তারকা সাইফ আলী খান ও অক্ষয় কুমারের মধ্যকার সম্পর্ক ভীষণ গভীর। ‘তাশান’ সিনেমায় কাজের সময় অভিনেত্রী কারিনা কাপুরের প্রেমে পড়েছিলেন সাইফ। এ ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন অক্ষয়। আর সাইফ-অক্ষয়ের মধ্যে সম্পর্ক গভীর বন্ধুত্বপূর্ণ, যা বলা বাহুল্য।

এবার বলিউডের এই দুই তারকা অভিনেতা একসঙ্গে আসতে যাচ্ছে বড়পর্দায়। প্রায় ১৭ বছর পর প্রিয়দর্শনের সিনেমার মাধ্যমে রিইউনিয়ন হতে যাচ্ছে তাদের। দর্শকরা স্বাভাবিকভাবেই জাননে, প্রিয়দর্শনের সিনেমা মানেই আনন্দে ভরপুর। যা অনেকটা চমক।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৩ আগস্ট) অক্ষয় কুমার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, সাইফ ও প্রিয়দর্শন আড্ডায় মেতে উঠেছেন। অক্ষয়ের হাতে আগামী সিনেমার ক্ল্যাপবোর্ড। এর সঙ্গে আশ্চর্যজনকভাবে বলিউড খিলাড়ির টি-শার্টে সেইন্ট লেখার রঙের মিল।

এ সময় অক্ষয়ের জামা দেখে প্রিয়দর্শন মজা করে বলেন, সাইফের এটি পরা উচিত এবং অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরে রাখা উচিত। নির্মাতার মুখে এ কথা শুনে অক্ষয় বলেন, তুমি কতটুকু জানো, ও একটা শয়তান। এ সময় সঙ্গে সঙ্গে সাইফ বলেন, ভেতরে। আর দুই তারকার কথা শুনে হাসতে হাসতে প্রিয়দর্শন বলেন, যাইহোক, আমি দুটি শয়তানের সঙ্গে কাজ করছি।

এরপর প্রিয়দর্শনের দিকে ইঙ্গিত করে অক্ষয় বলেন, তুমি কি এই শয়তানের কথা জানো? সাইফ বলেন, আমি কিন্তু এই শয়তানকে ভালো করে চিনি। এভাবেই তিনজনের মধ্যে খুনসুটি চলতে থাকে। আর ভিডিওটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, আমরা সবাই একটু শয়তান। কেউ বাইরে থেকে সাধু, আবার কেউ ভেতর থেকে হ্যায়ওয়ান। তিনি আরও লিখেছেন, ১৮ বছর পর একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন, এবার একসঙ্গে শয়তানি করি।

প্রসঙ্গত, ২০১৬ সালে মোহনলাল অভিনীত মালয়ালাম সিনেমা ‘ওপ্পামের’ হিন্দি রিমেক হতে যাচ্ছে সিনেমাটি। এর আগে জুলাইতে লন্ডনের লর্ডসে ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে সাইফ ও অক্ষয়ের একটি ছবি পোস্ট করে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা প্রিয়দর্শন। যদিও সিনেমাটি সম্পর্কে বেশি কিছু জানাননি তিনি। তবে আপাতত সিনেমাটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা দর্শকদের।

 

সর্বশেষ সংবাদ

আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

চীন-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ