আগামী ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রগামী সব ডাকসেবা অস্থায়ীভাবে স্থগিত করা হবে ভারতের ডাক বিভাগ আজ শনিবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়মে পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই মাসের শেষের দিকে কার্যকর হবে।
এদিকে আজ শনিবার ভারতের ডাক বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেছে, আগামী ২৯ আগস্ট থেকে ‘যুক্তরাষ্ট্রগামী সব আন্তর্জাতিক ডাকপত্র, তাদের মূল্য যা-ই হোক না কেনো, দেশভিত্তিক ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ) শুল্ক কাঠামো অনুযায়ী শুল্কের আওতায় পড়বে।’
এর আগে গত ৩০ জুলাই জারি করা ১৪৩২৪ নম্বর নির্বাহী আদেশ অনুযায়ী, ৮০০ মার্কিন ডলার পর্যন্ত আমদানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাতিল করা হয়েছে। যদিও ১০০ ডলার পর্যন্ত চিঠি, নথি ও উপহারসামগ্রী এখনো শুল্কমুক্ত থাকবে।
এই পরিবর্তনটি এসেছে বাণিজ্যিক উত্তেজনার মধ্যে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা আরোপ করেছেন।
নির্বাহী আদেশ অনুযায়ী, ট্রান্সপোর্ট ক্যারিয়ার বা যুক্তরাষ্ট্র কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) অনুমোদিত অন্য ‘যোগ্য পক্ষ’ ডাক পরিবহনের শুল্ক সংগ্রহ ও জমা দেওয়ার দায়িত্বে থাকবে। ফলে যুক্তরাষ্ট্রগামী এয়ার ক্যারিয়ারগুলো কারিগরি ও প্রযুক্তিগত প্রস্তুতির অভাবে ডাকপত্র গ্রহণ করতে সক্ষম হবে না।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ডাক বিভাগ গ্রাহকদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে এবং নিশ্চিত করছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সেবা যত দ্রুত সম্ভব পুনরায় চালু করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
পাশাপাশি তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিষেবার স্বাভাবিকায়নের চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছে।
সূত্র: এনডিটিভি