spot_img

মৌসুমের উদ্বোধনী ম্যাচে লাইপজিগকে গোলবন্যায় ভাসালো বায়ার্ন

অবশ্যই পরুন

বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে আরবি লাইপজিগকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ এরেনায় লাইপজিগকে আতিথ্য দেয় বায়ার্ন। ম্যাচে স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করেন হ্যারি কেইন।

ম্যাচের ২৭তম মিনিটে দলের নতুন রিক্রুট মাইকের ওলিসের গোলে লিড নেয় বায়ার্ন। পাঁচ মিনিট বাদেই আরেক রিক্রুট লুইস দিয়াস ব্যবধান দ্বিগুণ করেন।

৪২তম মিনিটে ওলিসের দ্বিতীয় গোলে ব্যাবধান আরও বাড়িয়ে নেয় বাভারিয়ানরা। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতির পর শুরু হয় হ্যারি কেইন ঝড়। ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় কেইন। এরপর ৭৪ ও ৭৭ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এ ইংলিশ ফুটবলার।

শেষদিকে ব্যবধান কমানোর অনেক চেষ্টা করে অতিথিরা। তবে স্বাগতিকদের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় লাইপজিগের ফরোয়ার্ড বাহিনী। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

সর্বশেষ সংবাদ

‘অর্ধেক বয়সের ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দেয়’

অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি ‘কাহো না প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা পাটেল। একটা সময় বিয়েতে রাজি...

এই বিভাগের অন্যান্য সংবাদ