spot_img

বার্সা সতীর্থ ইয়ামালকে ব্যালনের দৌঁড়ে এগিয়ে রাখলেন কৌন্দে

অবশ্যই পরুন

ব্যালন ডি’অরের দৌঁড়ে বার্সেলোনার সতীর্থ লামিন ইয়ামালকে এগিয়ে রাখার কথা জানালেন জুলস কৌন্দে। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই উইঙ্গার যোগ্য দাবিদার বলে মনে করেন তিনি। বার্সেলোনার সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর দিনে এসব কথা বলেন এই রাইট ব্যাক। লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়নস লিগকে ঘিরে পরিকল্পনা সাজাতে চান কৌন্দে।

মূলত, ফুটবল ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম স্বীকৃতির নাম ব্যালন ডি’অর। ১৯৫৬ সাল থেকে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেয়া হয় এই পুরস্কার। ২০২১ সাল পর্যন্ত এক বর্ষপঞ্জিকা অনুযায়ী পুরস্কার দেয়া হলেও ২০২২ সাল থেকে মৌসুম ভিত্তিতে বিচার করা হয় মানদণ্ড। সবশেষ মৌসুম দারুণভাবে কাটানোর পর এবারের ব্যালন ডি’অরের দৌঁড়ে ভালোভাবেই এগিয়ে আছেন লামিন ইয়ামাল ও উসমান দেম্বেলে।

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। একই মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় অবদান রাখেন ফরাসি ফরওয়ার্ড দেম্বেলে। বার্সেলোনার সাথে নতুন চুক্তির পর জুলস কৌন্দের কাছে প্রশ্ন রাখা হয় এই রেসে কাকে এগিয়ে রাখছেন তিনি। জাতীয় দলের সতীর্থের থেকে বার্সেলোনার সতীর্থকে বেশি যোগ্য মনে করছেন এই ফরাসি ডিফেন্ডার।

জুলস কৌন্দে বলেন, দুইজনই সেরা খেলোয়াড়। তবে আমি বিনয়ীভাবে বলতে চাই ব্যালন ডি’অর ইয়ামালেরই প্রাপ্য। দারুণ একটা মৌসুম কাটিয়েছে সে। এটাও সত্যি যে এই দৌঁড়ে অন্যান্য খেলোয়াড়ও আছেন।

বার্সেলোনায় নতুন চুক্তির কথা গত মাসেই নিশ্চিত করেছিলেন কৌন্দে। ক্যাম্প ন্যু’তে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও তা বাড়িয়ে নেয়া হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। গত মৌসুমে বার্সাার হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে ভূমিকা ছিল এই ডিফেন্ডারের। নতুন মৌসুমে নতুন লক্ষ্যের কথা জানালেন কৌন্দে।

কৌন্দে আরও বলেন, শুরু থেকেই আমার স্বপ্ন কেবল শিরোপা জয়ের দিকেই থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে আমি বেশ গর্বিত; সেই সাথে দায়িত্বও বেড়েছে অনেক। যেমন দল আমাদের কাছে আছে এবং সবশেষ মৌসুম আমরা যেভাবে পার করেছি, তাতে চ্যাম্পিয়ন্স লিগই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

উল্লেখ্য, ২০২২ সালে বার্সেলোনার বহরে যুক্ত হন জুলস কৌন্দে। কতালানদের হয়ে এখন পর্যন্ত তিনি ১৪২ ম্যাচে ৭ গোলের পাশাপাশি ১৮ অ্যাসিস্টে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই রাইট ব্যাক।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা

সমীকরণের মারপ্যাঁচ। সেখানে থেকে যেনো বেরই হতে পারে না বাংলাদেশ। কিন্তু তবুও আজ শেষ রক্ষা হয়েছে লঙ্কানদের জয়ে। বৃহস্পতিবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ