spot_img

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

অবশ্যই পরুন

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কোর তিনদিনের সফরে গেছেন। প্রথম দিনেই রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এসময় জয়শঙ্কর বলেছেন, ‘রাশিয়ার সংস্থাগুলির জন্য ভারতের বাজারে ব্যবসা ও বাণিজ্যের যে সুযোগ-সুবিধা রয়েছে, তা আরও বেশি কাজে লাগানো যেতে পারে।’

এই আহ্বান এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রাশিয়ার খনিজ তেল ক্রয়ের কারণে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। ‘আইআরআইজিসি-টেক’ বৈঠকে জয়শঙ্কর তুলে ধরেন, গত চার বছরে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার থেকে এটি ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। তবে বাণিজ্য ঘাটতিও উল্লেখযোগ্য বেড়েছে- ৬৬০ কোটি থেকে বেড়ে ৫ হাজার ৮৯০ কোটি মার্কিন ডলার।

তিনি বলেন, ‘জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন এবং বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরেভ জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য ৭০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ভারত এখন রাশিয়ার শীর্ষ তিনটি বাণিজ্যিক অংশীদার দেশের মধ্যে রয়েছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেক ইন ইন্ডিয়াসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেগুলো বিদেশি ব্যবসার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে। ভারতের আধুনিকীকরণ ও নগরায়ণ জীবনযাত্রা এবং ভোগের ধরনে পরিবর্তনের কারণে নিজস্ব চাহিদা তৈরি করছে। এসব ক্ষেত্রে রাশিয়ার কোম্পানিগুলো ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের প্রচেষ্টা হলো, তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহিত করা।’

ভারত ও রাশিয়ার মধ্যে স্থিতিশীল সম্পর্ক রয়েছে উল্লেখ করে জয়শঙ্কর দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় ও ভারসাম্যপূর্ণ করতে জোরালো প্রচেষ্টার ওপর জোর দেন। তার ভাষায়, ভারত-রাশিয়ার সম্পর্ক বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে অন্যতম স্থিতিশীল সম্পর্ক এবং তা এখন ব্যাপকভাবে স্বীকৃত। জয়শঙ্কর প্রবৃদ্ধি বাড়ানো ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আরও গভীর সহযোগিতার আহ্বান জানান এবং ভারত যৌথ বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও অন্যান্য ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে প্রস্তুত বলে উল্লেখ করেন।

জয়শঙ্কর বলেন, ‘শেষ পর্যন্ত আমাদের যা সত্যিই প্রয়োজন, তা হলো ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসা। শুধু তাই নয়, সরকার যা নিয়ে আলোচনা করছে এবং ব্যবসায়ীরা যা পরিকল্পনা করছে, তার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করাও জরুরি।’

ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের পর জয়শঙ্কর রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। আগামী ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর করবে যুক্তরাষ্ট্র, যা মোট শুল্ককে ৫০ শতাংশে উন্নীত করবে। এই প্রেক্ষাপটেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা? যা জানালো আইসিসি

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ